নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জের সদর কুশুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুল হাসান (৫২) আর নেই। রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগ নেতা কামরুল হাসান হার্টের সমস্যা ও স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। রবিবার বিকেল ৫ টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে গেলে তার পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/