জুলাই ২৬, ২০২০
কলারোয়া থানায় গোলাম কুদ্দুস হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পুলিশের অভিযানে প্রতিপক্ষের হামলায় গোলাম কুদ্দুস হত্যা মামলার এজাহারভূক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা হলেন, চন্দনপুর ইউনিয়নের হিজালদী (ফকিরপাড়া) গ্রামের চন্দ্র স্বর্ন দাসের ছেলে গ্রাম পুলিশ (চৌকিদার) মামলার ৩নং আসামি আশোক দাস(৪০), একই গ্রামের মাধব দাসের ছেলে গ্রাম পুলিশ (চৌকিদার) ৪নং আসামি দিলীপ দাস(৪০)। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বুরহান উদ্দীনের নেতৃত্বে এস আই রাজ কিশোর পাল, এস আই সুবীর কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হিজলদী এলাকা থেকে আসামিদেরকে গ্রেফতার করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল-গীয়াস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেফতারকৃত আসামি-দ্বয়কে রোববার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’। এ দিকে একই মামলায় অপর ১ ও ২নং আসামি হিজলদি গ্রামের নিহতের প্রতিপক্ষ মৌসুমি খাতুন ও মনিরুল ইসলাম মনিরকে গত ২১ জুলাই গ্রেফতার করা হয়। উল্লেখ্য, নিহত কুদ্দুসের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করে(যার নং-২০/২১-০৭-২০ইং)। 8,017,144 total views, 2,197 views today |
|
|
|