Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কলারোয়া প্রতিনিধি : ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর অধিকার নিশ্চিত করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও এক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার পিযুষ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: কানিজ ফাতেমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দিবসের প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বিশ্বায়নে জনসংখ্যা-চ্যালেঞ্জ ও পরিকল্পিত পরিবারের সুবিধাসমূহের ব্যাপারে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটি পালনের লক্ষ।

এ সময় প্রধান অতিথি জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন ও তাদের মাঝে পুরস্কার তুলে দেন জালালাবাদ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী শামসুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন হেলাতলা ইউনিয়নের কাজী জুলকার নাঈম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক নির্বাচিত হন সোনাবাড়িয়া ইউনিয়নের তাছলিমা আক্তার, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার নির্বাচিত হন কুশোডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নাসরিন সুলতানা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্বাচিত হন সোনাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হন হেলাতলা ইউনিয়ন পরিষদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য খাইরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর মোহাম্মদ, কাজী জুলকার নাঈম, পরিবার কল্যাণ সহকারী জেসমিন খাতুন, শিরিনা খাতুন, অফিস সহকারী হাসমত আলী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version