কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ মো. আলামিন (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার রাত সোয়া ১০টার দিকে কলারোয়া টু চন্দনপুর সড়কের খাসপুর চৌরাস্তা যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন উপজেলার কেড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আজিুজল ইসলামের ছেলে। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, ‘মাদক বেচা কেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামিনকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে’।
8,013,143 total views, 8,043 views today