জুলাই ৮, ২০২০
কলারোয়ায় কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা ঘটনার আড়াই মাস পেরিয়ে গেলেও মূল আসামিরা অধরা
স্টাফ রিপোর্টার : কলারোয়ায় কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসামীরা গ্রেপ্তার না হওয়ায় আতংকে দিন কাটছে নিহত তুষারের বাবা মার। ইতি মধ্যে ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে। মূল আসামীরা অধরা থাকায় আসামীরা দুর থেকে হুমকি দিচ্ছে বাদি ও তার পরিবারকে। এ দিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া দুই আসামী ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়ে মামলাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা তদ্বির অব্যহত রেখেছে। জেলা হাজতে আটক আসামী আব্দুল জলিলও দুর্দান্ত প্রকৃতির। আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিলের আগেই জলিল জামিনে মুক্তি পেলে মামলার স্বভাবিক প্রকৃক্রিয়া বাধাগ্রস্থকরাসহ বাদী ও স্বাক্ষীদের উপর রাজনৈকিত প্রভাব বিস্তর করবে বলে নিহত তুষারের বাবা মার আশংঙ্খা। 7,973,947 total views, 7,581 views today |
|
|
|