Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়ীয়া ইউনিয়নে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ৫০ টি পরিবারের মাঝে ৫ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকালে বুঝতলা মাদ্রাসা চত্বরে দ্বিতীয় ধাপে সুখে দুঃখে রইব পাশে এডুকেশন ৮৭ প্রবাসীদের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ২শ’ ৫০টি হতদরিদ্র পরিবারের ১০ কেজি ২ কেজি ডাউল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, দুটি মাক্স, একটি সাবান বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাল-কলারোয়া সংসদ অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নবাগত নির্বাহী অফিসার মৌসুমি জেরীন কান্তা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া, ইউ এস এ ফাউন্ডেশনের পি এম মাহাবুর রহমান, সার্বিক সহযোগিতায় যশোর নতুন হাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হেলাল, বুঝতলা ছিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই, বি বি আর এন এস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওয়াচে আলী ছিদ্দিক বাবর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সমাজ সেবক হারুন-অর-রশিদ, কলারোয়া প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক পরিষদের কর্মকর্তা ফারুক রাজ, ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য ওলিয়ার রহমান, উল্লেখ্য ইতিপূর্বে এই সংস্থাটি ৫১ টি অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও ঢেউ টিন বিতরণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version