Site icon suprovatsatkhira.com

কলারোয়ার দক্ষিণ দিগং থেকে কাজিরহাট বাজারের রাস্তাটির বেহাল দশা

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং থেকে কাজিরহাট বাজারে যাতায়াতের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে হাঁটু কাদায় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীর। বাংলাদেশ যখন উন্নয়নের মহা-সড়কে হাঁটছে তখন কলারোয়া সদরের পাশেই এমন কাচা রাস্তায় কাদা মাখামাখি করে পথ চলাটা সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ‘হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগংয়ের কারিগর পাড়ার মোড় থেকে কাজিরহাট বাজার পর্যন্ত রাস্তাটি এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষাকালে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট বিভাগ কোন পদক্ষেপ গ্রহণ করেনি’।

স্থানীয়রা আরও জানায়, ‘কাদা ও পিচ্ছিল রাস্তা দিয়েই কাদা-পানি মেখে প্রতিদিন স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাটবাজারে ওই এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই যে দুর্ভোগের শেষ থাকে না এলাকাবসীর’। পরিবহণ বিহীন এই ইউনিয়নের বেহাল যোগাযোগ ব্যবস্থার ফলে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন প্রতিক‚লতার শিকার হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এমন পরিস্থিতিতে ওই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে অতি দ্রæত রাস্তাটি পাকা করণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version