নিজস্ব প্রতিনিধি : আইরিশ এইড ক্রিচিয়ান এইড বাংলাদেশের সার্বিক সহায়তায়, লিডার্সের বাস্তবায়নে এবং নারী উন্নয়ন সংস্থা বিন্দুর সহযোগিতায় কালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হ্যান্ড ওয়াশ পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পয়েন্ট উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন লিডার্সের কর্মকর্তা শম্পা বিশ্বাস, নারী উন্নয়ন সংগঠন বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, সদস্য শ্রাবন্তী, ইতফা, খাইরুল ইসলাম, শফিকুল ইসলাম, খাদিজা পারভীন প্রমুখ। পরবর্তীতে উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন প্রধান অতিথি হিসেবে হ্যান্ড ওয়াশ পয়েন্টের উদ্বোধন করেন। এসময় করোনা এক্সপার্ট টিম ও বিন্দুর ভলেন্টিয়ার জাকিয়া রাজিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানেও এ পয়েন্টের উদ্বোধন করা হয়। প্রসঙ্গত: করোনা পরিস্থিতিতে হাত ধোঁয়া অত্যান্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়টি মাথায় রেখে এবং ঘূর্ণিঝড় আম্পান ও কোভিড-১৯ দ্বারা আক্রান্ত অত্যান্ত দুর্বল পরিবারগুলোকে জরুরী সহায়তা প্রদান প্রকল্পের আওতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।