Site icon suprovatsatkhira.com

করোনা আক্রান্তদের জন্য সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে করোনায় আক্রান্তদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা করোনা ভাইরাসে আক্রান্ত সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ আবু সায়ীদের করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করার পাশাপাশি দেশের সকল করোনা আক্রান্তদের জন্য সুস্থতা কামনা ও করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আজিজুল হক, ডা. মিজানুর রহমান, কাজী আসাদুল হক, হাফিজুল আল মাহমুদ, অ্যাড. শফিউল ইসলাম খান, সৈয়দ মাহমুদ হারিজ, মো. শফিকুল ইসলাম, মুজিব হোসেন নান্নু, আলতাপ হোসেন, ডা. রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে সমজিদের পেশ ইমাম হাফেজ মাও. জাহাঙ্গীর আলম জিয়া।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version