নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত সাতক্ষীরা ০২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের পক্ষ থেকে সদরের ৩টি মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা ব্রহ্মরাজপুর সরদার পাড়া জামে মসজিদ, এল.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসা মসজিদ ও ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করার পাশাপাশি দেশের সকল করোনা আক্রান্তদের জন্য সুস্থতা কামনা ও করোনয় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, বিশিষ্ট কথা সাহিত্যিক ডা. আব্দুল ওহাব, শিক্ষানুরাগী ব্যক্তি শেখ আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নানের পক্ষ থেকে সদরের মাগুরা এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা মাগুরা এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করার পাশাপাশি দেশের সকল করোনা আক্রান্তদের জন্য সুস্থতা কামনা ও করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. মুফতি ওসমান গণি। এ সময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করে সুলতানপুর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির মেম্বর ও সুলতানপুর বাদশাহ্ ফয়সাল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবুর পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা বাদশাহ ফয়সাল জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর বাদশাহ্ ফয়সাল জামে মসজিদ কমিটির সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, আব্দুল হাকিম, লিয়াকত আলী, মো. শাহাজান, রুহুল আমিন, সুজন, রুহুল আমিন, কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ দেশের সকল করোনা আক্রান্তদের করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনা করার পাশাপাশি দেশের সকল করোনায় মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতানপুর বাদশাহ্ ফয়সাল জামে মসজিদের ইমাম হাফেজ মাও. সাইফুল ইসলাম।