Site icon suprovatsatkhira.com

ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : আযহা উপলক্ষে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে ৬৬০ ও ১,২ ও ৬নং ওয়ার্ডে ২ হাজার ৭শ’ ৪৫টি পরিবারের মাঝে ভিজিএফ’এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওই চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উভয় পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল ও আবুল কাশেম মোড়ল, সচিব রিয়াজুল ইসলাম ও অরবিন্দ কুমার, ইউপি সদস্য আকবর আলি পাড়, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১২৩নং ওয়ার্ডের মহিলা সদস্য জামিলা খাতুন, জি এম আব্দুর রউফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণকালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ভিজিএফ-২০২০’ এর আওতায় প্রথম দিন ৬শ’ ৬০টি পরিবারের মাঝে চাউল দেয়া হলো এবং আগামীকাল থেকে তিন চার দিনের মধ্যে সমস্ত ইউনিয়নে এই উপহার পৌঁছে দেয়া হবে। মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘অত্যন্ত সুন্দরভাবে ২ হাজার ৭শ’ ৪৫টি পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে ঈদের আগে সব চাউল বিতরণ করা হবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version