নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনলাইনে পশু ক্রয়-বিক্রয় বিষয়ে খামারীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের যৌথ উদ্যোগে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. জহুরুল ইসলাম, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সকল খামারীদের আগামী ঈদুল আযহা উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার সকল নিয়ম সঠিক ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘শ্যামনগর অনলাইন কোরবানি পশুর হাট’ নামে একটি ফেসবুক পেইজ খোলা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/