জুলাই ১৮, ২০২০
ইসলামী যুব আন্দোলনের বৃক্ষ রোপণ কর্মসূচী পালন
নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা ইসলামী যুব আন্দোলনের ঘোষিত ২০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সাতক্ষীরায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের বিনেরপোতায় ও বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীতে ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম তকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ডা: কাজী মো. ওয়েজ কুরণী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পিত ভাবে গাছ লাগাতে হবে। পরিকল্পনা বিহীন বৃক্ষ রোপণ পরিবেশের অনুকুলে নয়। তিনি সর্ব সাধারণের প্রতি পরিকল্পিত ভাবে বৃক্ষ রোপণের জন্য উদ্বুদ্ধ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি মো. দেলাওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক ডা: মো. খাইরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম প্রমুখ। সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম তকী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় বাংলাদেশের মাটি সবুজ শ্যামল গাছের জন্য সু-প্রসিদ্ধ। পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে একটি দেশের আয়তনে শতকরা ২৫ভাগ এলাকায় বনভূমি থাকা প্রয়োজন। সেই হিসাবে আমাদের কে বৃক্ষ রোপণের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় ইসলামী যুব আন্দোলনের উপজেলা কমিটিকে বৃক্ষ রোপণ কর্মসূচী পালনের জন্য জেলা কমিটির পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়। 8,017,301 total views, 2,354 views today |
|
|
|