Site icon suprovatsatkhira.com

আশাশুনি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি : মুরশিদ আলমকে সভাপতি ও মেহেদী হাসান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আশাশুনি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সভাপতি গাজী উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাজিব হোসেন যৌথ স্বাক্ষরিত এক পত্রে পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটিতে অন্যান্য পদে খোকন চন্দ্র মন্ডল, আহসান উল্লাহ, পারভেজ আজাদ রাজু, বাহারুল ইসলাম ও আক্তারুজ্জামান আক্তারকে সহ-সভাপতি, আরাফাত হোসেন, আক্তারুজ্জামান সবুজ ও রইচ উদ্দীনকে যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম আরিফ, মাসুম বিল্লাহ ও ফারুক হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সুমন হোসেন দপ্তর সম্পাদক, নুরুল হুদা প্রচার সম্পাদক, তুর্যয় হোসেন অর্থ সম্পাদক, রেজাউল করিম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, আক্তার হোসেন মোড়ল কৃষি বিষয়ক সম্পাদক, নাইম ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক, ডা: বঙ্কিম চন্দ্র বৈদ্য স্বাস্থ্য বিষয়ক, রানা সরদার সংস্কৃতি বিষয়ক, আছাফুর রহমান প্রতিবন্ধী বিষয়ক, মোজাফফর হোসেন রাজা ক্রীড়া বিষয়ক, সাইফুল ইসলাম ধর্মীয় বিষয়ক, আকাশ মন্ডল পাঠাগার বিষয়ক সম্পাদক এবং শাহিনুর ইসলাম, আলমগীর হোসেন, ইসলাম গাজী, ইউসুফ রহমান, রুবেল সরদার ও খান জাহান আলীকে সদস্য করে এক বছর মেয়াদি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আশাশুনি উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version