জুলাই ৫, ২০২০
আশাশুনির মৎস্যজীবী সমিতির চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি : ‘জাল যার জলা তার’ নীতিমালার ভিত্তিতে চলমান জলমহাল ইজারা কার্যক্রম বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় মৎস্যজীবী সমিতির আশাশুনি শাখার নেতৃবৃন্দ। মৎস্যজীবী সমিতির সভাপতি অনীলকৃষ্ণ মÐল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের নেতৃত্বে ৪ দফা দাবিতে রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। ইউএনওর অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন ওএস সাইফুল ইসলাম। স্মারকলিপিতে জলমহাল নীতিমালা ২০০৯ এর নীতিমালা বহির্ভূতভাবে আবেদনকারী অমৎস্যজীবী সংগঠনের আবেদন বাতিল, নীতিমালা অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে তীরবর্তী, নিকটবর্তী, পার্শ্ববর্তী মৎস্য বিভাগ কর্তৃক জেলে কার্ডধারী প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতি শর্ত পূরণ করলে তাদের ইজারা দেওয়া, ইতিপূর্বে ইজারা নিয়ে সাব-লিজ প্রদানকারী এবং ইজারা মূল্য পরিশোধ করেনি এমন সমিতিকে ইজারা না দেওয়া ও নিয়ম বহির্ভূত কোন ইজারা আবেদন গ্রহণ না করার জন্য দাবি করেছেন মৎস্যজীবী নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও জেলে কার্ডধারী সাধারণ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। 8,956,833 total views, 12,583 views today |
|
|
|