জুলাই ১০, ২০২০
আশাশুনির মাছ চাষীদের আগ্রহ বেড়েছে হরিণা চিংড়ি চাষে
নিজস্ব প্রতিনিধি : বাগদা চিংড়ি পোনার অপ্রতুলতা ও দাম বেশী হওয়ার কারনে আশাশুনিতে হরিণা চিংড়ি চাষে আগ্রহী হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা। বিক্রয়ের সময় বাগদা ও হরিণা চিংড়ির দাম প্রায় সমমান হওয়ায় এবং অল্প সময়ের মধ্যেই বেড়ে ওঠায় চাষীরা এ চাষে ঝুঁকছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আবার হরিণা চিংড়ির পোনা আশে পাশের নদী থেকে সহজেই আহরণ ও ক্রয় করা যায় ; অল্প খরচে ভাল দামে বিক্রি করা যায় সেজন্যেও চাষীরা বাগদার দিকে না ঝুঁকে হরিণা চিংড়িকেই প্রাধান্য দিচ্ছেন। 8,955,799 total views, 11,549 views today |
|
|
|