Site icon suprovatsatkhira.com

আশাশুনির বড়দলে জেলে যাচাই বাছাই শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দলে জেলে যাচাই বাছাই শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।সরকার জেলেদের সুযোগ সুবিধা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে তাদেরকে সংশ্লিষ্ট করতে জেলেদের তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহন করেন। এরই আওতায় ইতিপূর্বে জেলেদের তালিকা প্রস্তুত করে, যাচাই বাছাই শেষে জেলে কার্ড প্রদান করা হয়। বাদ পড়া জেলেদের তালিকা প্রস্তুতসহ জেলেদের তালিকা যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বড়দল ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক যাচাই কার্যক্রম পরিচালনা করছেন। এসময় স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুক্রবার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জেলেদের যাচাই কাজ করা হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version