Site icon suprovatsatkhira.com

আশাশুনির বাউশুলি স্কুলে আমরাবন্ধু’র উপহার বিতরণ

ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতির কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এমন সংকটাপন্ন অবস্থায় শিশুদের পড়াশোনা চালিয়ে নিতে
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ১১৫ নং বাউশুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ জন ছোটবন্ধুর মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে।
রোববার ২৬ জুলাই সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শ্রী বিশ্ব রঞ্জন সরকারের নিকট উপহার (খাতা, কলম, মাস্ক) হস্তান্তর করা হয়। এই সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার সরকার, শিবপদ বাছাড় ও আমরাবন্ধু আশাশুনি উপজেলা টিমের সদস্য মো. আহসান উল্লাহ,মো. সম্রাট, রাজু আহম্মেদ, শাহরুল,মারুফ বিল্লাহ প্রমুখ।
এসময়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিশ্ব রঞ্জন সরকার বলেন, করোনা কালীন সময়ে আমরাবন্ধু সময়োপযোগী উদ্যোগ নিয়েছে আমি আশা করি আমরাবন্ধুর এই উপহার বিদ্যালয়ের শিশুদের লেখাপড়ায় আগ্রহী করবে।
আমরাবন্ধু আশাশুনি উপজেলার টিমের সদস্য মোঃ আহসান উল্লাহ বলেন, আশাশুনি উপজেলা তে প্রথম কার্যক্রম শুরু করেছি সকলের সহযোগিতা পেলে আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে পারব।
উল্লেখ্য,প্রসঙ্গত, অামরাবন্ধু সংগঠনটি ২০১৫ সাল থেকে সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা থেকে শিশুদের ঝড়ে পড়া রোধে নানামুখী কর্মকান্ড পরিচালনা করে অাসছে। তাদের কর্মকান্ড থেকে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এগিয়ে এসেছেন। সামনের দিনগুলোতে এমন কার্যক্রম চালিয়ে যাবে বলে আমরা বন্ধুর পক্ষ থেকে জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version