নিজস্ব প্রতিনিধি : ‘মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনির বাইপাস সড়কের বিভিন্ন চৌরাস্তায় স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
আশাশুনি মরিচ্চাপ ব্রিজ থেকে মানিকখালী ব্রিজ সংলগ্ন কেয়ারগাতি গ্রামের মুখ পর্যন্ত প্রায় ৬ কি.মি. বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে রাতের আঁধারে আলোর ব্যবস্থা করার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ উপহারকে সারাবাংলায় পৌঁছে দিতে উপজেলা পরিষদ কার্যক্রম হাতে নিয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে মানিকখালি ব্রিজ সংলগ্ন কেয়ারগাতি মোড়ে স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগী খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য মনিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
স্ট্রিট লাইট স্থাপনকালে এবিএম মোস্তাকিম বলেন, বাইপাস সড়কে আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। অন্ধকারাচ্ছন্ন এ এলাকার আইন শৃঙ্খলার ক্ষেত্রেও নানা অপ্রীতিকর খবর শোনা যায়। বাইপাস সড়কে সুন্দর পরিবেশ ফেরাতে সন্ধ্যার পর নিরবচ্ছিন্ন আলো সরবরাহের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এ স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
আশাশুনির বাইপাস সড়কের বিভিন্ন স্থানে স্ট্রিট লাইট স্থাপন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/