Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে স্কাঊটস পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগস্ত স্কাঊটস পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও কোভিড-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক ও স্কাউটস’র উপজেলা কমিশনার আশরাফুন্নাহার নার্গিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সহায়তা সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।

শিক্ষক মোস্তাহিদুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এসএম আহসান হাবিব, সংগঠনের কোষাধ্যক্ষ ও প্রাথমিকের প্রধান শিক্ষক জুলহাজ উদ্দীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে বাংলাদেশ স্কাউটস’র কেন্দ্রীয়ভাবে বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ১০ স্কাঊটস পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেকে এক হাজার টাকা, একটি করে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version