নিজস্ব প্রতিনিধি : মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে আশাশুনিতে বৃক্ষ চারা রোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সামাজিক বন বিভাগ যশোরের আয়োজনে এ কর্মসূচিতে সবুজ বনায়ন সৃষ্টির লক্ষে বিশ হাজার তিনশো পঁচিশটি ফলদ, বনজ, শোভাবর্ধক ও ঔষধী গাছ বিতরণের কার্যক্রম শুরু করেছে আশাশুনি উপজেলা বন বিভাগ।
বৃক্ষ বিতরণ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়কের ধারে বিভিন্ন ফলদ চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য শাহিনুর রহমান শাহিন, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, বন বিভাগের এসএম জাকির হোসেন, পিএম সুভাষ চন্দ্র গোলদার প্রমুখ।