নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমতা প্রজেক্টের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম।
অস্ট্রেলিয়ান এইড ও ওয়াটার ফর ওমেন’র সহায়তায় ওয়ার্ল্ড ভিশন উপজেলার কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের অসহায় প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় দুউ ইউনিয়নে ১৪ জন প্রতিবন্ধির মাঝে সহায়ক উপকরণ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম।
সমতা প্রজেক্টের প্রজেক্ট অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি এপিসি এরিয়া ক্লাষ্টার ম্যানেজার মিথিলা ম্যানডিস, প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার প্রমুখ।