Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে উভয় পক্ষের আহত ৪

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের হাজীমার্কেটে।
মারপিটে আহত হয়েছেন মির্জাপুর গ্রামের খোকন মোড়লের ছেলে মাসুম মোড়ল,তার ভাই ইয়াছিন ও চাচা হাবিবুল্লাহ মোড়ল এবং অপর পক্ষের সিগারেট ব্যবসায়ী আনুলিয়া গ্রামের খোকন মোড়লের ছেলে শাহিনুর ইসলাম। আহতদের মধ্যে মাসুম ও শাহিনকে আশাশুনি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাসুম এ প্রতিবেদককে জানান- ঘটনার সময় আমি ও আমার চাচা হাজী মার্কেটে দাড়িয়ে ছিলাম। শাহিন এসে ইচ্ছাকৃতভাবে আমাদের পায়ের উপর মোটরসাইকেল তুলে দেয়। এনিয়ে তর্কতর্কি হওয়ার এক পর্যায়ে মির্জাপুর গ্রামের শাহাবুদ্দিন সানার নেতৃত্বে বিএনপি নেতা আমান হত্যা মামলার আসামী মোক্তার সানাসহ তার লোকজন ঘটনাস্থলে এসে শাহিনের পক্ষ নিয়ে মারপিট করে আমাকে গুরুতর জখমসহ আমার ভাই ও চাচাকে আহত করে চলে যায়। তারা আমাদের কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
অপরদিকে শাহিনুর জানান, অসাবধানতাবশত তাদের গায়ে মোটর সাইকেল লাগলে তারা আমকে মারপিটে আহত করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে।
এ ব্যাপারে উভয় পক্ষই একে অপরকে অভিযোগ করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন বলে জানাগেছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version