Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে টেকসই বেড়ি-বাঁধ পুনঃ নির্মাণসহ সুপেয় পানির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : অনতিবিলম্বে আশাশুনির দয়ারঘাটসহ উপক‚লীয় এলাকায় টেকসই মজবুত বেড়ি-বাঁধ পুনঃ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় আশাশুনি সদরের জনতা ব্যাংক টু উপজেলা সড়কে লিডার্সের সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি উপজেলা অধিপরামর্শক ফোরাম, আশাশুনি ও শোভনালী ইউনিয়নের ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাÐার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মহিলা আওয়ামী লীগ নেত্রী তহমিনা রহিম, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন মÐল প্রমুখ।
বক্তারা বলেন, আম্পানে ভেঙে যাওয়া আশাশুনি সদরের দয়ারঘাট বেড়ি-বাঁধটি ২ মাস অতিবাহিত হলেও অদৃশ্য কারণে বাঁধটি পুনঃ নির্মাণের কোন ব্যবস্থা নেওয়া হয়নি। মাত্র ৫০ হাতের মত একটা ছোট বাঁধ না বেঁধে পিচের রাস্তার উপর দিয়ে রিং বাঁধ দিয়ে ভোগান্তি আরও চরম আকারে তুলেছেন। প্রতিনিয়ত জোয়ার-ভাটা প্রবাহিত হয়ে ভাঙন স্থল আরও বড় হচ্ছে। রিং বাঁধের ভেতরে আটকে পড়া দয়ারঘাট জেলেখালী গ্রামের প্রায় ২০টি পরিবার চরম দুর্বিষহ ও মানবেতর জীবন যাপন করলেও বাঁধটি পুনঃ নির্মাণের কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এছাড়া ৬০ দশকে নির্মিত উপক‚ল রক্ষা বেড়ি-বাঁধ পরিকল্পনা মাফিক সংস্কারের অভাবে এবং এক শ্রেণির কিছু অসাধু ঠিকাদার ও পাউবোর কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতির কারণে প্রায় প্রতিবছর উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি ও আনুলিয়া ইউনিয়নের বিভিন্ন বেড়ি-বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন এখনও পানির নীচে তলিয়ে আছে। অনতিবিলম্বে আশাশুনি সদরের দয়ারঘাট, প্রতাপনগর ও শ্রীউলাসহ উপক‚লীয় এলাকায় টেকসই বেড়ি-বাঁধ পুনঃ নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তা দাবি করে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী উপক‚লবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version