জুলাই ২১, ২০২০
আশাশুনিতে টেকসই বেড়ি-বাঁধ পুনঃ নির্মাণসহ সুপেয় পানির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : অনতিবিলম্বে আশাশুনির দয়ারঘাটসহ উপক‚লীয় এলাকায় টেকসই মজবুত বেড়ি-বাঁধ পুনঃ নির্মাণ ও সুপেয় পানির দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় আশাশুনি সদরের জনতা ব্যাংক টু উপজেলা সড়কে লিডার্সের সহযোগিতায় এ মানববন্ধনের আয়োজন করে আশাশুনি উপজেলা অধিপরামর্শক ফোরাম, আশাশুনি ও শোভনালী ইউনিয়নের ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমাÐার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মহিলা আওয়ামী লীগ নেত্রী তহমিনা রহিম, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন মÐল প্রমুখ। 8,022,460 total views, 20 views today |
|
|
|