নিজস্ব প্রতিনিধি : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এ ¯েøাগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে আশাশুনিতে সরকারি পুকুরে মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ও মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছ অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভুমি) শাহীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুম্ভুজিত মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. শামসুল আলম প্রমুখ।