নিজস্ব প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আশাশুনি থানা পুলিশের পক্ষ থেকে আটা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৯ জুলাই) বিকালে আশাশুনি সদর ইউনিয়নে এ আটা বিতরণ করা হয়।
বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে আশাশুনির ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে আটা বিতরণ করা হয়। আটা বিতরণ করেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনসহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।