নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা পজিটিভ হয়ে কচুয়া গ্রামের মাধুরী ঘোষ নামে এক নারীর মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও দু’জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য-বিভাগ। স্যানিটারি ইন্সপেক্টর করোনার নমুনা সংগ্রহকারী গোলাম মোস্তফা জানান, ব্র্যাকের পাইকগাছা ব্রাঞ্চের ম্যানেজার শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের তুলসীদাশ সরকার ও বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের চায়না কুÐু ও কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের সুফল ঘোষের স্ত্রী মাধুরী ঘোষ করোনা পজিটিভ বলে তথ্য এসেছে।
এরমধ্যে মাধুরী ঘোষ গতকাল মারা গেছেন এবং তার দেহ সৎকার করা হয়েছে। তুলসীদাস সরকার খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন এবং চায়না কুÐু তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। আশাশুনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের পরামর্শে ইউএনও মীর আলিফ রেজার নির্দেশে চায়নার বাড়ি লকডাউন করা হয়েছে এবং তুলসীদাশের ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।