Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে করোনা উপসর্গ নিয়ে রং শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনার উপসর্গ নিয়ে এক রং শ্রমিকের মৃত্যুতে তার বাড়ি ও হাসপাতালের করোনা পজিটিভ এক কর্মচারীর ভাড়া বাড়ি লক ডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জ্বর, শ্বাস কষ্ট নিয়ে আশাশুনির আদর্শ গ্রামের নিজ বাড়িতে মারা যান রং শ্রমিক মন্টু মিয়া (৫৫)। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তবে তার অ্যাজমার সমস্যা ছিল বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়।
স্যানিটারি ইন্সপেক্টর করোনার নমুনা সংগ্রহকারী গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মরহুমের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।
অপরদিকে, নমুনা পরীক্ষার ৫দিন পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে হাসপাতালের পরিসংখ্যানবিদ (ভারপ্রাপ্ত) আব্দুল খালেকের নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট এসে পৌঁছায়। এরপর আশাশুনি সদরে তার ভাড়া বাসাটি আশাশুনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের পরামর্শে ইউএনও মীর আলিফ রেজার নির্দেশে লকডাউন করা হয়েছে। ডা. সুদেষ্ণা সরকার জানান, কর্মস্থলে করোনা পজিটিভের সন্ধান মেলায় হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে। এদিকে নমুনা সংগ্রহের পর গত ৫ দিন কর্মস্থলে কাজ করাসহ বাইরে ঘোরাফেরা করার ঘটনায় সকলেই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version