নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে দলিত নারী নেতৃত্বাধীন ও দলিতদের উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাপিয়াস কানাডার অর্থায়নে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, সমবায় অফিসার কারিমুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, বিডিইআরএম এর জেলা সভাপতি দিলীপ কুমার দাশ প্রমুখ। ৪ বছর মেয়াদি প্রকল্পের সংস্থার পরিচিতি, লক্ষ উদ্দেশ্য, চলতি কর্মকান্ডের বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন, বাহারুল ইসলাম।