জুলাই ২, ২০২০
আমরা-৯২ এসএসসি সাতক্ষীরার উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : আমরা-৯২ এসএসসি সাতক্ষীরার উদ্যোগে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আমরা-৯২ এসএসসি সাতক্ষীরার আহŸায়ক লুৎফর রহমান সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আমরা-৯২ এসএসসি সাতক্ষীরা করোনা সংক্রমণ রোধে যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। জনসচেতনতার লক্ষে আমরা-৯২ এসএসসি সাতক্ষীরা’র মত সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা কম সুস্থতার হার বেশি। সকলকে মনোবল বাড়িয়ে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে করোনা প্রতিরোধ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মহান আল্লাহর রহমতে করোনা প্রতিরোধ করে আমরা আবার ও ঘুরে দাঁড়াব ইনশাল্লাহ।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরা-৯২ এসএসসি সাতক্ষীরার সদস্য পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা প্রমুখ। এ সময় আমরা-৯২ এসএসসি সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাব মোড়, পাকাপোল মোড়, লাবনী সিনেমা হল মোড়সহ বিভিন্ন স্পটে মাস্ক, সাবান, গøাভস ও করোনা বিষয়ে সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, প্রাথমিক শিক্ষা অফিসার যশোরর মো. আনিছুর রহমান, মীর জামিরুল হক, জামশেদ খান, কাজী ফরহাদ, মনিরুল ইসলাম পলাশ, হাবিব সালাম, মনিরুজ্জামান, আমিনুর রহমান সোহেল, আক্তারুজ্জামান পান্না সহ আমরা-৯২ এসএসসি সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক তপন কুমার শীল। 7,963,607 total views, 6,832 views today |
|
|
|