জুলাই ২৫, ২০২০
আনুলিয়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : পুলিশের সেবা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আনুলিয়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কিবরিয়া। শনিবার (২৫ জুলাই) বিকালে আনুলিয়ার বিছট বাজারে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি ৯ নং বিট কার্যালয়টি উদ্বোধন করেন। বিট অফিসারের দায়িত্বে থাকবেন এসআই জাহাঙ্গীর হোসেন (০১৭১৮৬২২৩৬০) ও সহকারী বিট অফিসার এএসআই নাজিমউদ্দীন (০১৭২৫৭৮২১০৮)। প্রধান অতিথি বলেন- জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশে পুলিশি সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। প্রত্যন্ত এ পল্লী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আমরা সদা তৎপর থাকব। আশাশুনি থানা পুলিশ আর আগের মত নেই বলে নিশ্চয়ই শুনেছেন। এখন থানায় অভিযোগ, জিডি ও মামলা রুজু করতে আর টাকা লাগে না। কোথাও কোন সমস্যা মনে হলে প্রথমে বিট অফিসারকে জানাবেন। যদি কোন সমাধান হয়নি মনে করেন তবে সরাসরি আমার সাথে (০১৭১৩৩৭৪১৪৭) যোগাযোগ করবেন। কোন দালাল ধরা লাগবে না, কোন পয়সা খরচ হবে না। আমি সাধ্য-মত আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করে যাব। 8,026,698 total views, 491 views today |
|
|
|