Site icon suprovatsatkhira.com

আটুলিয়ায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কমিটি গঠন

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকাল ৪টায় নওয়াবেঁকী বাস স্ট্যান্ডে শ্যামনগর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে কমিটি গঠন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জি এম. রহমত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইমরান নাজির (লিমন) সভাপতি ও মো. শামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট ১০নং আটুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হল।

অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক কবির হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সহ সভাপতি মিলন হোসেন, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন, মুনজুর ইলাহী সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আটুলিয়া ইউনিয়নের নবগঠিত শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version