Site icon suprovatsatkhira.com

আজকের সাতক্ষীরার সম্পাদকের মৃত্যুতে আশাশুনি প্রেসক্লাবের শোক জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাসিন হোসেন বাবলু’র অকাল প্রয়াণে মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলি নেওয়াজ, আ. আলিম, সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ সকল সদস্যবৃন্দ।
বিবৃতিদাতারা বলেন- মহাসিন হোসেন বাবলু ছিলেন অকুতোভয় কলম সৈনিক এবং সুশীল সমাজের এক বুদ্ধিদীপ্ত কণ্ঠস্বর। রাজপথে থেকে তিনি সাতক্ষীরাবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দাবি আদায়ে সোচ্চার ছিলেন। বাবলুর শূন্য স্থান পূরণ হওয়ার নয়। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version