জুন ২৫, ২০২০
সুলতানপুর বড় বাজারে জোর পূর্বক খাজনা আদায় প্রতিবাদে ব্যবসায়ীদের চাউলের বাজার বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সুলতানপুর চাউলের বাজারে জোর পূর্বক খাজনা আদায় করার অভিযোগ উঠেছে। বড় বাজারের ইজারাদাররা নিয়ম বহিভূতভাবে এ খাজনা আদায় করছে। এতে বাজারের চাউল ব্যবসায়ীরা ও ক্রেতারা দুর্ভোগের স্বীকার হচ্ছে। ইতো পূর্বে চাউল বাজারে খাজনা আদায় করা হতো না। বৃহস্পতিবার (২৫ জুন) সুলতানপুর বড় বাজারের চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন জানান, সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে বড় বাজারের ইজারাদার আব্দুল হাকিম তার লোক দ্বারা জোর পূর্বক খাজনা আদায়ের চেষ্টা করছে। ক্রেতাদের ক্রয়কৃত চাউলের ভ্যান আটকে রেখে বিভিন্ন অপ্রীতিকর ঘটনাও ঘটাচ্ছে তারা। 8,953,426 total views, 9,176 views today |
|
|
|