জুন ২৯, ২০২০
শ্রীউলার হাজরাখালী বেড়ি-বাঁধে বাংলাদেশ সেনাবাহিনীর সংস্কার কাজ শুরু
নিজস্ব প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্পানে লন্ডভন্ড হয়ে যাওয়া শ্রীউলার হাজরাখালী বেড়ি-বাঁধটির সংস্কার কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নিজেদের দায়িত্ববোধ থেকে বাঁধ সংস্কারে সহযোগিতা করতে প্লাবিত এলাকার হাজার হাজার মানুষ স্বতঃস্ফ‚র্ত ভাঙন এলাকায় এগিয়ে আসেন। সোমবার (২৯ জুন) বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোরের ৯ নং রেজিমেন্ট অধিনায়ক লে. কর্নেল ফারহান মনিরের নেতৃত্বে ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের আহŸানে উপস্থিত হাজার হাজার মানুষের সর্বাত্মক সহযোগিতায় এ সংস্কার কাজ শুরু হয়। ইউনিয়নের হাজরাখালী খেয়াঘাট সংলগ্ন পাউবো’র বেড়ি-বাঁধ সংস্কারের করে এলাকাবাসীকে দ্রæত অসহায়ত্ব থেকে উদ্ধার, ত্রæটিমুক্ত ও সুন্দর ভাবে নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এ কাজ শুরু করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত. সুপার সাইক্লোন আম্পানে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালীর বেড়ি-বাঁধ ভেঙে বহু ঘরবাড়ি, প্রতিষ্ঠান, মৎস্য ঘের প্লাবিত হয়ে আশ্রয়হীন হয়ে পড়ে মানুষ আশ্রয় কেন্দ্র ও বেড়ি-বাঁধে আশ্রয় নেয়। 8,951,112 total views, 6,862 views today |
|
|
|