জুন ২২, ২০২০
শ্যামনগরে মানব পাচারের শিকার ভিকটিমদের উদ্ধার কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মানব পাচারের শিকার ভিকটিমদের উদ্ধার, প্রত্যাবাসন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষে কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১০ টায় সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় মানব পাচার প্রতিরোধ, উদ্ধার, প্রত্যাবাসন, ভিকটিমদের প্রয়োজনীয় সেবা এবং সামাজিক পুনর্বাসন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা অজয় সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, অফিসার ইনচার্জ নাজমুল হুদা, সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, মানব পাচার কমিটির জেলা সমন্বয়ক অ্যাড. সাকিবুর রহমান বাবলা সহ অনেকে। 8,948,415 total views, 4,165 views today |
|
|
|