জুন ২১, ২০২০
‘ত্রাণ চাই না, টেকসই বেড়ি-বাঁধ চাই গাবুরায় টেকসই বেড়ি-বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
এস, এম, মোস্তফা কামাল, শ্যামনগর : ‘ত্রাণ চাই না, টেকসই বেড়ি-বাঁধ চাই, বাঁচার মত বাঁচতে চাই, উপক‚লবাসীর প্রাণের দাবি, ত্রাণ নয়, চাই বাঁধ, করব মোরা সুখে বসবাস, গাবুরা হবে মার্টেলো, দুর্যোগ সহনশীল বেড়ি-বাঁধ চাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি, দুর্যোগ সহনশীল ওয়াপদা সৃষ্টি, ইত্যাদি শ্লোগান দিয়ে ফেস্টুন ও ব্যানার নিয়ে শ্যামনগরের উপকূলীয় দ্বীপ গাবুরার পাউবো টেকসই বেড়ি-বাঁধ নির্মাণের দাবিতে ৪০টি সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১০টায় গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে গাবুরা ডুমুরিয়া খেয়াঘাট সংলগ্ন হাবিবুল্লাহ আল মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সমাজকর্মী আফজাল হোসেন। আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, উপক‚লীয় জনগণ ত্রাণ চায় না, টেকসই বাঁধ চান। সুন্দরবন সংলগ্ন ব-দ্বীপ গাবুরার যাতায়াতের রাস্তা ও ওয়াপদা বেড়ি-বাঁধ খুবই নাজুক। পরিবেশের সাথে বার বারই তারা লবণাক্ত পানির ছোবল থেকে হার মানছে। বেড়ি-বাঁধ ভেঙে বার বার জান ও মালের অপূরণীয় ক্ষতি হচ্ছে, কমে যাচ্ছে বসতি জমি। নদী গর্ভে পৈতৃক অনেক সম্পত্তি। ঝড় বা জলোচ্ছ¡াস তাদের নিত্য সাথি। শ্যামনগরের উপক‚লীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়ি-বাঁধ গুলো ঝুঁকিপূর্ণ থাকায় টেকসই বেড়ি-বাঁধ নির্মাণে আসন্ন বাজেটে অধিকতর অর্থ বাজেটের আহŸান জানানো হয়। ঝড় বর্ষা উপেক্ষা করে গাবুরার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত মানুষ পদব্রজে ও নৌকা যোগে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। সম্প্রতিকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার উপক‚লের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে গাবুরা ইউপি চেয়ারম্যান জি, এম, মাসুদুল আলম টেকসই বাঁধ নির্মাণ করে দেওয়ার দাবি জানান। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছিলেন, ‘আম্পানে সাতক্ষীরার বিভিন্ন এলাকা ও খুলনার কয়রার বেড়ি-বাঁধগুলো বেশি ক্ষতিগস্ত হয়েছে। ইতোমধ্যে অনেক জায়গায় মেরামত করা হয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখে খুব কষ্ট লাগল, মানুষ সব পানির মধ্যে বসবাস করছে। ঝড়ের আগে আমরা কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে কাজ শুরু করতে পারিনি।’ তিনি আরো বলেছিলেন, ‘আমরা মানুষের কাছে শুনেছি তারা ত্রাণ চান না, টেকসই বেড়ি বাঁধ চান। আমরাও তাদের টেকসই বাঁধের আশ্বাস দিয়েছি। আম্পানে ক্ষতিগ্রস্ত খুব খারাপ স্থানগুলো চিহ্নিত করে ছোট ছোট প্রোজেক্ট নিয়ে বাঁধগুলো সুউচ্চ করে নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপক‚লের মানুষের ভাগ্য উন্নয়নে ডেলটা প্লান ঘোষণা করেছেন। ২০৩০ সালের মধ্যে এই এলাকার জন্য এক হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উপক‚লের জন্য টেকসই বাঁধ নির্মাণ করা হবে। ঘূর্ণিঝড়ের আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাঁধ মেরামতের কাজ করেছি। কিন্তু জলোচ্ছ¡াস হলে তাতে করার কিছু থাকে না। এখন গাবুরার ৪০টি সামাজিক সংগঠন একত্রে ‘ত্রাণ চাই না, টেকসই বেড়ি-বাঁধ চাই’,একই দাবিতে মানববন্ধন করে সরকারের কাছে দাবি জানিয়েছেন। উপক‚লীয় এলাকায় আসন্ন বাজেটে অধিকতর অর্থ টেকসই বেড়ি-বাঁধের জন্য বরাদ্দের আহŸান জানানো হয়। 8,957,177 total views, 12,927 views today |
|
|
|