জুন ৮, ২০২০
খলিষখালীতে আরও এক গৃহবধূ করোনায় আক্রান্ত কয়েকটি বাড়ি লকডাউন
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে আরও এক গৃহবধূর করোনা শনাক্ত হয়েছে । সোমবার (০৮ জুন) তালা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডা. রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে ১ দিনের ব্যবধানে খলিষখালীতে ২ জন গৃহবধূ করোনায় আক্রান্ত হল। আক্রান্ত ওই গৃহবধূ খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আলামিন শেখের স্ত্রী আসমা বেগম (২৩)। জানা যায়, বেশ কিছুদিন যাবৎ আসমা বেগম জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। গত ৩ জুন তিনি চিকিৎসার জন্য সাতক্ষীরার মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসি আর ল্যাবে পাঠান হয়। সোমবার সকালে তার রেজাল্ট পজিটিভ আসলে পুলিশ তার বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে। খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, ‘আক্রান্ত ওই গৃহবধূর বাড়ি সহ ৮-১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এলাকায় জনসচেতনায় নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পুলিশকে সহযোগিতা করার আহŸান জানানো হয়েছে’। তিনি আরও বলেন, ‘যে কোন পরিস্থিতিতে জনগণের সুরক্ষায় ও জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় সবার পাশে আছে’। 8,575,826 total views, 3,596 views today |
|
|
|