জুন ২৩, ২০২০
কৃষ্ণনগর বাজারের কার্পেটিং রাস্তাটি যেন মরণ ফাঁদ
জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ কৃষ্ণনগর বাজারের খানপুর থেকে প্রবেশ পথ কার্পেটিং রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কৃষ্ণনগর বাজারটি সাতক্ষীরা জেলার দ্বিতীয় বৃহত্তম বাজার এই প্রতিদিন ১০ থেকে ৩০ টি মালবাহী ট্রাক প্রবেশ করে। তাছাড়া কৃষ্ণনগর ইউনিয়নের সাতক্ষীরা জেলার পোল্ট্রি খামার আছে প্রায় পাঁচ শত টি যাহাতে মুরগি আছে লক্ষ লক্ষ তার মধ্যে সোনালী, বয়লার, লেয়ার মুরগি আছে। কৃষ্ণনগরের সবজি উৎপাদনের ক্ষেত্রে ও তারা এগিয়ে আছে প্রতিদিন শত শত মন ঢ্যাঁড়শ দেশের বিভিন্ন জেলায় যায়। কৃষ্ণনগর ইউনিয়নের ফল আম, লেবু, তাল, কুল দেশের বিভিন্ন জেলায় যায়। এ ছাড়া কৃষ্ণনগর বাজার প্রতি বছর ডাক হয় প্রায় চার লক্ষ টাকা, এ বাজারে আছে কয়েক টি ব্যাংকের শাখা, কয়েকটি এনজিও, প্রায় এক হাজার দোকান ছোট বড় ব্যবসায়ী যেখান থেকে বছরে রজস্ব আয় আছে কোটি কোটি টাকা। কিন্তু খানপুর থেকে যে রাস্তা খারাপ কয়েকটি বছর তা যেন দেখার কেউ নাই প্রায় সময় গাড়ি গুলো দুর্ঘটনায় ঘটে যাচ্ছে। এমত অবস্থায় কৃষ্ণনগরের মানুষের দাবি প্রশাসনের কাছে রাস্তাটি দ্রæত মেরামত করার জন্য আশু হস্তক্ষেপ কামনা করে। 8,954,398 total views, 10,148 views today |
|
|
|