জুন ১৭, ২০২০
করোনা সংক্রমণ রোধে ডেঙ্গুর হাতছানি: দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের
বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: করোনার মধ্যে অনটাইম প্লেট- গ্লাসে ডেঙ্গু মহামারি ডেকে আনার সম্ভাবনা বিরাজ করছে কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নে। এতে প্রাণহানি সহ সামাজিক ভাবে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল। দেশে অঘোষিত লকডাউন শুরু হলে বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে মফস্বল এলাকার সংসদ নামে খ্যাত চায়ের দোকান গুলো। কিন্তু পরবর্তীতে অঘোষিত লকডাউন শিথিল করে দেওয়া হয়। আর এতে খুলে যায় সকল চায়ের দোকান। সংক্রমণ এড়াতে এসব দোকান ও হোটেলে অনটাইম গ্লাস ও প্লেটের নির্দেশ দেন প্রশাসন। সেই সূত্রধরে ইউনিয়নের অধিকাংশ চায়ের দোকানে অনটাইম জিনিসপত্র ব্যবহার হচ্ছে। কিন্তু এই অনটাইম প্লেট, গ্লাস ভালো উদ্দেশ্যে ব্যবহার করার কথা বলা হলেও এর অবশিষ্ট বর্জ্য কি হবে সেটা ভাবা হয়নি। যার কারণে প্রায় সব দোকানিরা এ গুলো ব্যবহারের পর যত্রতত্র যেখানে সেখানে ফেলে দিচ্ছেন। আবার অনেকে এগুলো পুড়িয়ে বিনষ্ট করছেন। আর এতে পরিবেশের বিপর্যয় হওয়ার পাশাপাশি এর থেকে ছড়াতে পারে নতুন কোন রোগ বলে মনে করছেন সচেতন মহল। চলতি বর্ষায় ফেলে রাখা অনটাইমের গ্লাসে স্বচ্ছ পানি জমে থাকতে দেখা যাচ্ছে। করোনার সংক্রমণ ঠেকাতে যেন ডেঙ্গুর হাতছানি। 8,956,285 total views, 12,035 views today |
|
|
|