নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে করোনা প্রতিরোধে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। শনিবার (১৩ জুন) দুপুর ২ টার দিকে তিনি উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ীদের ফুসফুস ব্যায়ামের কৌশল শিখিয়ে দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারের শত শত ব্যবসায়ী তার সাথে এ ব্যায়ামে অংশগ্রহণ করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনা প্রতিরোধে ফুসফুস ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছি। এটি দিনে ৫ বার করলে ফুসফুস সুস্থ থাকবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনার বেশি করে খাবারের সাথে কাগুচি লেবু খাবেন। তাকামজাত পণ্য এড়িয়ে যাবেন। চায়ের সাথে আদা, লবঙ্গ, দারুচিনি খাবেন তাহলে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। পরবর্তীতে মাস্ক ব্যবহার না করার অপরাধে বাজারের দুই ব্যবসায়ীতে ২শ’ টাকা জরিমানা করে তাদেরকে দুটি মাস্ক উপহার দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।