জুন ৯, ২০২০
আম্পানের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই পান বাজারে ধস বিপাকে পান চাষিরা
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : আম্পানের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বাজারে পানের মূল্যে ধস ধস নামায় বিপাকে পড়েছে কলারোয়া উপজেলার জয়নগরের পান চাষিরা। পান চাষিরা বলছেন, ঝড়ে পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন সাহায্য সহযোগিতা না ছাড়াই কোনরকম টিকে ছিলাম। কিন্তু হঠাৎ বাজারে পানের দাম কমে যাওয়ায় পরিবার নিয়ে পড়েছে মহা বিপদে। তবে বর্তমানে পানের বাজার দর কমে যাওয়ায় এ বছর পান চাষে লাভের পরিবর্তে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পান চাষিদের। একাধিক পান চাষিরা জানিয়েছেন, ‘পূর্বে যে পানের পণ প্রতি ২৫০ টাকায় বিক্রি হত এখন ওই পান বিক্রি হচ্ছে মাত্র ৮০/১০০ টাকায়। এছাড়া যে পান ৩০/৪০ টাকায় বিক্রি হত এখন সেই পান পণ প্রতি ৫/১০ টাকায় বিক্রি করতে হিমশিম খাচ্ছে চাষিরা’। জয়নগর এলাকার পান চাষি আনন্দ দাস জানায়, ‘আম্পানে তার ৭ বিঘা বরজ মাটিতে লুটিয়ে পড়েছে। সেটি দাঁড় করাতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু তার এই ক্ষতি কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগতো না যদি পূর্বের মত পানের দাম পেতো’। তিনি আরও জানান, ‘বর্তমানে ৪/৫ গাদি পান বিক্রি করে যে টাকা পাচ্ছি তা আগের এক গাদি পানের দামের সমান’। পান চাষি হান্নান খাঁ জানান, ‘আমার ১ বিঘা পানের বরজ মাটিতে শুয়ে গেছে। যার কারণে পরিবার নিয়ে অতি কষ্টে দিন যাচ্ছে। একমাত্র আয়ের উৎস পানের বরজটি সেটা ঝড়ে নষ্ট হয়ে গেছে। অল্পকিছু পান থাকলেও বাজারে দাম পাচ্ছি না’। ইউনিয়নের বেশিরভাগ বলছেন, ‘বাজারে হঠাৎ করে পানের দাম কমে যাওয়ায় ঋণ ও জোন মজুরির টাকা কি ভাবে শোধ করব তার উপায় খুঁজে পাচ্ছি না। পান চাষ করা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোন উপায় দেখছি না’। এমনিভাবে পানের দাম কমতে থাকায় পান চাষে আগ্রহ হারাতে শুরু করেছে পান চাষিরা। এমতাবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতাসহ পানের বাজার মনিটরিং করে পানের ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন পান চাষিরা। 8,642,991 total views, 7,990 views today |
|
|
|