প্রেস বিজ্ঞপ্তি : বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিকে বিবেচনায় এনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৬৪ জেলায় ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষে অনলাইনে ডিজিটাল মেলা ২০২০ আয়োজন করেছে। জেলা প্রশাসন স্থানীয় পর্যায়ের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের প্রেজেন্টেশন, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য অনলাইন প্লাটফর্ম জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত করে এই মেলা উদযাপন করবে। ২৯ জুন সোমবার বেলা ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনলাইনে মেলার উদ্বোধন করবেন।