জুন ১৯, ২০২০
সুন্দরবনে মুক্তিপনের দাবিতে জেলে অপহরণের অভিযোগ
নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : সুন্দরবনে মুক্তিপনের দাবিতে দুই জেলে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মাদার নদীর বয়ারসিং নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ফিরে আসা সহযোগি জেলেরা। ফিরে আসা জেলেরা জানান, কিছুদিন আগে আমরা ফরেস্ট স্টেশন থেকে পাশপারমিট নিয়ে পশ্চিম সুন্দরবনে প্রবেশ করি । বৃহস্পতিবার মাদার নদীর বয়ারসিং নামক স্থান থেকে মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী গ্রামের মৃত মজিবরের পুত্র আজিবর (২২) ও রমজাননগর ইউনিয়নের নতুনঘেরী গ্রামের শহর আলীর মোল্যার পুত্র শহিদ (৪৫) ও বুধবার রাতে টেংরাখালী গ্রামের তোরাপ সরদারের পুত্র মো. জাকির হোসেন (৪৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে একদল বনদস্যু মুক্তিপনের দাবিতে অপহরণ করে। এ বিষয়ে রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির আইসি এসআই আক্কাস বলেন, আমাদের কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে সঠিক তথ্য পেলে অভিযান পরিচালনা করা হবে। 8,958,061 total views, 13,811 views today |
|
|
|