জুন ১৩, ২০২০
সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এঁর মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক
নিজস্ব প্রতিনিধি : সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, জাতীয় চার নেতা ক্যাপ্টেন শহীদ মুনসুর আলী’র পুত্র মোহাম্মদ নাসিম এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১৩ জুন) বেলা ১১টায় ঢাকাস্থ শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এঁর মৃত্যুতে এমপি রবি বলেন, ‘মোহাম্মদ নাসিম একজন বীর মুক্তিযোদ্ধা ও অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল এবং দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারাল। স্বাস্থ্য ও স্বরাষ্ট্রসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক সফল মন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম। তাঁর পিতা ছিলেন জাতীয় চার নেতার অন্যতম জাতীয় নেতা ক্যাপ্টেন শহীদ মনসুর আলী। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এক অপরিহার্য নেতাকে হারাল। দেশের রাজনৈতিক অঙ্গণে তাঁর এ অভাব কখনও পূরণ হওয়ার নয়’। এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ নাসিম এঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি। 8,954,573 total views, 10,323 views today |
|
|
|