Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় ১০০ জনে ছড়ালো করোনা ভাইরাস

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গতকাল পর্যন্ত একশ’ জনের মধ্যে করোনা পজিটিভ পওয়া গেছে। জেলা প্রশাসনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে ৩১ জন সুস্থ হয়েছেন আর ৬৫ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। প্রাতিষ্ঠানিক চিকিৎসাধীন আছেন চার জন রোগী।
সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ১৫৯৫ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ১১৮২ জনের রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।
করোনা মোকাবেলায় সাতক্ষীরাতে সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ৮ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ২৪ টি। সরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৬৩১ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৪২০ টি । কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৫৪ টি । সাতক্ষীরাতে সরকারি ডাক্তারের সংখ্যা ১২৩ এবং বেসরকারি ডাক্তার ১৩০ জন ও সরকারি নার্সের সংখ্যা ২৮৯ জন এবং বেসরকারি নার্সের সংখ্যা ২৪০ জন । ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মোট ৭৪১৪ টি বিতরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version