Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় দরিদ্র, কর্মহীন হিজড়া ও এমএসডব্লিউদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা লাইট হাউসের দরিদ্র, কর্মহীন হিজড়া ও এমএসডব্লিউদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশও কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারি মোকাবেলা করছে। এর প্রত্যক্ষ প্রভাব দেশের দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে যৌন সংখ্যালঘু (পুরুষ যৌনকর্মী, হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক। লাইট হাউস সারা দেশের মত সাতক্ষীরাতেও করোনা মহামারি মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যান্য সেবার পাশাপাশি এই মহামারি সময়ে লাইট হাউস তাদের খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করছে।
লাইট হাউস করোনা মহামারির প্রভাব মোকাবেলার অংশ হিসাবে আইসিডিডিআরবি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় সারাদেশে ১২১০ জন হিজড়া ও এমএসডবিøউকে খাদ্য সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসাবে রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা ডিআইসি উত্তর পলাশপোলস্থ অফিস ভবনে সাতক্ষীরা শহরের ৪০ জন দরিদ্র ও কর্মহীন হিজড়া ও এমএসডবিøউ এর মাঝে জন প্রতি ১২ কেজি চাউল, ৪ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ ও ২ কেজি পিয়াজ বিতরণ করে। উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল চেয়ারম্যান ফারহা দিবা খান সাথী, পৌর কাউন্সিলার শফিক উদ দৌলা সাগর, বরসা’র সহকারী পরিচালক মো. নাজমুল আলম মুন্না, ডিআইসি সাতক্ষীরা ম্যানেজার মো. সনজু মিয়া ও আউটরিচ সুপারভাইজার মো. বেলাল হোসেন। এই মহামারির মধ্যে খাদ্য সামগ্রী পেয়ে এমএসডব্লিউ এবং হিজড়াগণ লাইট হাউজকে ধন্যবাদ জানিয়ে বলেন করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আমরা খুব কষ্টে আছি কারণ আমাদের বর্তমানে কোন কাজ কর্ম নেই। আজ আমরা লাইট হাউস থেকে খাদ্য সামগ্রী পেয়েছি তার জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version