Site icon suprovatsatkhira.com

সবুজ বেষ্টনী গড়ে তুলতে সাতক্ষীরায় গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিনিধি : মুজিব শতবর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে গ্রীণ ইনভারমেন্ট মুভমেন্টস, সাতক্ষীরা জেলার উদ্যোগ সাতক্ষীরায় গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে এ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীণ ইনভারমেন্ট মুভমেন্টস, সাতক্ষীরা জেলার সভাপতি সাবেক ছাত্রনেতা এজাজ আহমেদ স্বপন।

প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণের উদ্বোধন করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।

এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, জেলা ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সদস্য, ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েশনের মহসিন কবির, আ. হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্য সকলেরই চেকপোস্ট সীমানায় নিজ নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version