নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আজ এক দিনে ২০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে এ ২০ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে জেলায় মোট ১৩২ জন করোনা আক্রান্ত হয়ছেনে।
বৃহস্পতিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্ট ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউনের প্রস্তুতি চলেেছ।
সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ১৭৭৯ জনের নমুনা পাঠানো হয়েছে। ১৩১৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত ১৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ৩৭ জন সুস্থ হয়েছেন, ৯০ জন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন এবং ৫ জন প্রাতিষ্ঠানিক চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরাতে সরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ৮ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে ২৪ টি । সরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৬৩১ টি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বেডের সংখ্যা ৪২০ টি । কোভিড-১৯ চিকিৎসায় প্রস্তুতকৃত বেড ৫৪ টি । সাতক্ষীরাতে সরকারি ডাক্তারের সংখ্যা ১২৩ এবং বেসরকারি ডাক্তার ১৩০ জন ও সরকারি নার্সের সংখ্যা ২৮৯ জন এবং বেসরকারি নার্সের সংখ্যা ২৪০ জন । ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মোট ৭৪১৪ টি বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরায় একদিনে ২২ জনসহ মোট ১৩২ জন করোনা আক্রান্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/